নবাব আবদুল লতিফ হলে গাছ কাটার ঘটনায় সোয়ানের নিন্দানবাব আবদুল লতিফ হলে গাছ কাটার ঘটনায় সোয়ানের নিন্দা

শুক্রবার (৪ জুলাই) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের সামনে থেকে একটি পুরনো কাঠাল গাছ কেটে ফেলা হয়, যার সঙ্গে পাখি ও কাঠবিড়ালির বাসাও ছিল।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন সোয়ান (Save Wildlife and Nature) গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন সোয়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, “যদি গাছ কাটার কোনো জরুরি প্রয়োজন থাকে, তবে তার জন্য বিজ্ঞানভিত্তিক ও পরিবেশসম্মত সমাধান রয়েছে।কোনো প্রকার পরিকল্পনা বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া হঠকারীভাবে গাছ কাটা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।”

সোয়ান আরও জানায়, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে একের পর এক শতবর্ষী বা পরিণত গাছ কেটে ফেলার ঘটনা ঘটছে, যা পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ।বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেখানে দায়িত্ব নতুন গাছ রোপণ ও সবুজ ক্যাম্পাস সংরক্ষণ করা, সেখানে এমন গাছ কাটার ঘটনা উদ্বেগজনক বলেই মনে করছে সংগঠনটি।

তারা আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেবে।

Author