টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবসে বিজয় র‌্যালি ও আলোচনা সভাটুঙ্গিপাড়ায় ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবসে বিজয় র‌্যালি ও আলোচনা সভা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ঐতিহাসিক ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ২টায় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন। বক্তব্যে তিনি বলেন, “৫ আগস্ট ২০২৪ সালে দেশের ছাত্র জনতা ও সাধারণ মানুষের গণ-আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। এই দিনে বাংলাদেশ স্বৈরতন্ত্রের শৃঙ্খল থেকে মুক্তি পায়।”

তিনি আরও বলেন, “১৫ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে দেশে আতঙ্ক ও অরাজকতা সৃষ্টি করেছে। সেই দুঃশাসনের অবসানে দেশের জনগণ আজ নতুন আশায় বুক বাঁধছে।”

সভায় তিনি নতুন সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. ইউনুসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অত্যন্ত দ্রুত একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যাতে দেশ আবার স্থিতিশীলতার পথে ফিরে যেতে পারে।”

পরিশেষে তিনি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”