গোপালগঞ্জ জেলায় আগামীকাল (১৭ জুলাই) সকালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত শুধু গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকাল সকাল থেকেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে এইচএসসি পরীক্ষার ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে ওই জেলার পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হয়েছে। এছাড়া, পরীক্ষার বিকেল সেশনে যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, গোপালগঞ্জ জেলায় সেগুলোরও পরীক্ষা হবে না।
এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ ও অন্যান্য কার্যক্রম ঘিরে সহিংসতার ঘটনায় আজ বুধবার রাত ৮টা থেকে গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।
এমন অস্থিতিশীল পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।