জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা ও সরকারের সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
আজ মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে শিক্ষা বোর্ডের আয়োজনে বোর্ড চত্বরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় রাজশাহী বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে সি অ্যান্ড বি মোড়ে অবস্থিত “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে” পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) এবং “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উদযাপন কমিটির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন।
সভায় বক্তব্য রাখেন বোর্ডের সম্মানিত সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।
সমাপনী বক্তব্যে বোর্ড চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম বলেন,
“জুলাই গণঅভ্যুত্থান ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দিনটির স্মরণে আমাদের আগামী প্রজন্মকে দেশপ্রেম ও গণতন্ত্রের মূল্যবোধে শিক্ষিত করতে হবে।”
পরে বাদ আসর রাজশাহী শিক্ষা বোর্ড জামে মসজিদে দিবসটির উপলক্ষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম মো. রহমাতুল্লাহ।