বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসে বিনামূল্যে সেবা প্রদান কর্মসূচিবিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসে বিনামূল্যে সেবা প্রদান কর্মসূচি

বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে নগরপাড়া এলাকায় বিনামূল্যে সেবা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্যোগটি গ্রহণ করে বাংলাদেশ উইমেনস ফ্যাশন ডিজাইনার সোসাইটি (BWFDS)। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় মানুষদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

বাংলাদেশ উইমেনস ফ্যাশন ডিজাইনার সোসাইটির নেতৃবৃন্দ জানান, সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে। তাদের বিশ্বাস, এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়তা করবে এবং প্রাথমিক চিকিৎসা পাওয়াকে আরও সহজ করে তুলবে।

স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এলাকাবাসী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এ ধরনের কার্যক্রম দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।