রাজশাহীতে ‘বরেন্দ্র সচেতন সমাজ’-এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিরাজশাহীতে ‘বরেন্দ্র সচেতন সমাজ’-এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য।এ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বরেন্দ্র সচেতন সমাজ’-এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আনসার উদ্দিন।

প্রফেসর আনসার উদ্দিন বলেন, ‘গাছ আমাদের আলো, বাতাস, ফল ও ছায়া দেয়।পাহাড় ধস ঠেকায়, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।গাছের উপকার বলে শেষ করা যাবে না; গাছ আমাদের পরম বন্ধু।’

তিনি আরও বলেন, ‘বরেন্দ্র সচেতন সমাজ, রোটার‍্যাক্ট ক্লাব অফ এপ্রোচ রাজশাহী ও গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশনের এমন মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।আমি তাদের সাধুবাদ জানাই।’

প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান রোহান বলেন, ‘গাছ আমাদের ছায়া দেয়, বাতাস দেয়, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে।তাই আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। দেশ, মাটি ও মানুষের কল্যাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘মানুষ আর গাছ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ও নির্ভরশীল। গাছ ছাড়া মানুষ বাঁচতে পারবে না। মানুষের বাঁচার জন্য প্রয়োজনীয় অক্সিজেন গাছ সরবরাহ করে, আবার গাছের প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড মানুষ সরবরাহ করে। তাই সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ করতে হবে—নিজের জমি না থাকলে অন্যের জমিতে, তাও না পারলে বাড়ির ছাদেই।’

কর্মসূচিতে আমগাছ, জামগাছ, কাঁঠাল, কৃষ্ণচূড়া, নিম, বট, পাকুড়, লেবু, কড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিএসসিসি প্রধান ড. নাসরিন লুবনা, আইন বিভাগের শামীমা সুলতানা সুইটি, ক্লিনিকাল সাইকোলজিস্ট হাফিজাতুন্নেসা রজনী, বরেন্দ্র সচেতন সমাজ-এর সহ-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, অর্থ বিষয়ক সম্পাদক হাবিবা আক্তার, মানবকল্যাণ বিষয়ক সম্পাদক আলিফ হোসেন, সদস্য রাফিন শেখ, গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ত্যাগী স্বেচ্ছাসেবক মাহফুজ আহমেদ, মো. জুবায়ের আমিন, সহ-সভাপতি মো. রাব্বি, প্রচার সম্পাদক মুস্তাকিম বিল্লাহ, রোটার‍্যাক্ট ক্লাব অফ এপ্রোচ রাজশাহী’র সভাপতি ফাতেমা মোস্তারী, ক্লাব সার্ভিস ডিরেক্টর মেহজাবিন লায়লা ঐশী, রোটার‍্যাক্টর আসাদুজ্জামান, সামিন ইয়াসার প্রীতমসহ শিক্ষক-শিক্ষিকা ও শতাধিক শিক্ষার্থী।

উদ্যোগটির সহযোগিতায় ছিল রোটার‍্যাক্ট ক্লাব অফ এপ্রোচ রাজশাহী ও গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন।

উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বরেন্দ্র সচেতন সমাজ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, যা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজায়নেও বড় ভূমিকা রাখবে।এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণকে আরও গুরুত্ব দেবে

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে, এবং তা থেকে কোনো মানুষ, পাখি বা পশু ভক্ষণ করে, তাহলে তা সে ব্যক্তির জন্য সাদাকাস্বরূপ।” (সহীহ বুখারী: হাদীস-২৩২০, সহীহ মুসলিম: হাদীস-১৫৫৩)

Author