সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভসারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ

অন্তর্বতীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শহীদ মিনারে বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয়। পরে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশের আয়োজন করে তারা।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সাবেক আহবায়ক আশরাফ পাহেলী. যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, সৈয়দ হাবিবুল আলম সাথিল, একে এম আব্দুল্লাহ, সদর উপজেলা যুবদলের আহবায়ক কবিরুজ্জামান কবির, শহর যুবদলের আহবায়ক রাশেদ খান সোহাগ প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ষড়যন্ত্র করে বিএনপির কঁাধে দুর্নাম ও অপপ্রচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পিছনে যাদের হাত রয়েছে। তাদের হুশিয়ার সাবধান করে দিচ্ছি। অচিরেই তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’ ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলকে জড়িয়ে অপপ্রচারেরও প্রতিবাদ জানানো হয়। এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে অযথা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা হচ্ছে।

Author