রাজশাহীতে ‘জাতীয় ঐক্যমত্য গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত’ শীর্ষক মতবিনিময়রাজশাহীতে ‘জাতীয় ঐক্যমত্য গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত’ শীর্ষক মতবিনিময়

রাজশাহীতে ‘জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৭ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহীর পর্যটন মোটেলের সভাকক্ষে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর আয়োজনে এ সভা হয়।

বিইআই-এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবীরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, ইসলামী আন্দোলনের রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, গণ অধিকার পরিষদ, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও অন্যান্য পেশাজীবীরা।

সভার স্থানীয় সহযোগিতায় ছিল লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।

মতবিনিময় সভায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনে সর্বদলীয় কমিটি গঠন, দলের প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন নাকি আলাদা হবেন, উচ্চকক্ষ গঠন পদ্ধতি, নারী সংসদ সদস্য নির্বাচনের পদ্ধতি, সংবিধান সংশোধন প্রক্রিয়া, চলমান সংস্কার প্রক্রিয়ায় জনগণের প্রত্যাশা, বিচার ও নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া বিষয়াবলি, ‘জুলাই সনদে’ অন্তর্ভুক্তির জন্য প্রাধান্যপ্রাপ্ত বিষয়াবলি এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার প্রয়োজনীয় উদ্যোগসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনা ও মতামত প্রদান করেন।

Author