গোদাগাড়ীতে ‘জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা’ বিষয়ক দিনব্যাপী কমিউনিটি স্কুল অনুষ্ঠিতগোদাগাড়ীতে ‘জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা’ বিষয়ক দিনব্যাপী কমিউনিটি স্কুল অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অনুষ্ঠিত হলো ‘জেন্ডার ন্যায্যতা ও জলবায়ু ন্যায্যতার আন্তঃসম্পর্ক’ বিষয়ক একটি দিনব্যাপী কমিউনিটি স্কুল।

রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ (রিইব)-এর আয়োজনে এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হলরুমে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংগঠন অংশগ্রহণ করে।

এই কমিউনিটি স্কুলের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন ও লিঙ্গভিত্তিক বৈষম্যের পারস্পরিক সম্পর্ক অনুধাবন করা এবং এর সমন্বিত সমাধান খুঁজে পেতে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা।

প্রশিক্ষণের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিইব-এর প্রকল্প পরিচালক ও প্রশিক্ষণ সমন্বয়ক সুরাইয়া বেগম।তিনি অংশগ্রহণমূলক পদ্ধতিতে ইন্টার‌্যাক্টিভ গেম ও দলীয় কাজের মাধ্যমে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতার মৌলিক ধারণা তুলে ধরেন।

কর্মশালায় অংশ নেন রাজশাহীর বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা, যেমন—বারসিক (BARCIK), কাকন বহুমুখী উন্নয়ন সংস্থা, রাজশাহী সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, LOFS বাংলাদেশ এবং ইয়ুথ চেঞ্জমেকারস নেটওয়ার্ক।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের কর্মকাণ্ডকে আরও বেশি জেন্ডার ও জলবায়ু সংবেদনশীল করে তুলবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোসা লাক্সেমবার্গ স্টিফটুং (RLS)-এর প্রোগ্রাম ম্যানেজার ভিনোদ কষ্টি।তিনি আন্তর্জাতিক প্রেক্ষাপটে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতার গুরুত্ব তুলে ধরে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুলতানা শারমিন।তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে কীভাবে কার্যকর পরিবর্তন আনা সম্ভব, সে বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ সরকারি কাঠামোর সঙ্গে বেসরকারি প্রচেষ্টাকে যুক্ত করে মাঠপর্যায়ে টেকসই পরিবর্তন আনতে সহায়ক হতে পারে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সংগঠনগুলোকে সুপারিশ করা হয়, যাতে তারা নিজেদের চলমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ডে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতার চর্চা নিশ্চিত করে।

পুরো প্রশিক্ষণ কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনায় সমন্বয় করেন রিইব-এর প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান এবং এনিমেটর অপু রাম দাস।

এ সময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা কর্মশালার বিভিন্ন পর্ব পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারীদের অভিমত সংগ্রহ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই কমিউনিটি স্কুল স্থানীয় উন্নয়নকর্মীদের মধ্যে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Author