রাজপাড়া থানার ৬নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিতরাজপাড়া থানার ৬নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগর যুবদলের আওতাধীন রাজপাড়া থানার ৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে “কর্মী সভা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার কর্মী সভায় যুবদলের নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে যুবদলের ভূমিকা শক্তিশালী করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, ‘আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। রাজপাড়া থানার ৬নং ওয়ার্ড যুবদলের এই কর্মী সভা প্রমাণ করছে—তৃণমূলের নেতা-কর্মীরা এখন অনেক বেশি সচেতন ও সক্রিয়।’

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি। তিনি বলেন, ‘দলীয় কর্মকাণ্ড পরিচালনায় ওয়ার্ড কমিটিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সভার মাধ্যমে আমাদের মধ্যে যে সম্প্রীতি ও সমন্বয় তৈরি হচ্ছে, তা যুবদলকে আগামী দিনে আরও শক্তিশালী করবে।’

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি। তিনি বলেন, ‘৬নং ওয়ার্ড যুবদলসহ মহানগরের প্রতিটি ওয়ার্ড ও থানা যুবদলকে সংগঠিত করতে একযোগে কাজ করতে হবে। তৃণমূলের কর্মীরাই দলের প্রাণশক্তি।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সৈয়দ মোঃ ইফতেখার (জিমু)।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য নীরব খান তারেকসহ আরও অনেকে।

সভায় নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও কর্মসূচি ও সাংগঠনিক বৈঠকের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দলকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।