বড়াইগ্রামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলনবড়াইগ্রামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুকে জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৯ জুলাই বিকেলে বড়াইগ্রাম উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মো. আবু হানিফের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৬ জুলাই বনপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী পাড়ায় সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এবিএম ইকবাল হোসেন রাজুর কোনো সম্পৃক্ততা নেই। তবুও কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।

আয়োজক আবু হানিফ বলেন, “যারা ইকবাল হোসেনের বক্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করেছেন, তাদের প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনাটি একটি পারিবারিক ও সামাজিক বিরোধ থেকে উদ্ভূত হয়েছে, এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।”

তিনি আরও জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। কিন্তু এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

সংবাদ সম্মেলনে অবিলম্বে এসব মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ এবং সংশোধনের দাবি জানানো হয়।