টাঙ্গাইল পৌর এলাকায় অবহেলিত রাস্তা থাকবেনা: জেলা প্রশাসক শরীফা হকটাঙ্গাইল পৌর এলাকায় অবহেলিত রাস্তা থাকবেনা: জেলা প্রশাসক শরীফা হক

টাঙ্গাইল পৌর এলাকায় অবহেলিত রাস্তা থাকবেনা বলেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। বুধবার সকালে টাঙ্গাইল পৌরসভার সাতটি জনগুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করার সময় এসব কথা বলেন জেলা প্রশাসক।

পৌরসভাসূত্রে জানা যায় অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কাজগুলোর মধ্যে রয়েছে স্টেডিয়াম ব্রীজের পশ্চিম প্রান্ত হতে কাশেম প্রাইমারি স্কুলের ব্রীজ ও মেসের মার্কেট পর্যন্ত রাস্তা সংস্কার, জেলা সদর রোড হতে ভিক্টোরিয়া রোড (ক্লাব রোড) পর্যন্ত রাস্তা সংস্কার, বাঁকা মিয়া ব্রিজ হতে বাজিতপুর হাট খোলা পর্যন্ত রাস্তা সংস্কার, বাঁকা মিয়া ব্রিজ হতে স্বপ্ন সুপার মল (ফায়ার সার্ভিস রোড) পর্যন্ত রাস্তা সংস্কার, দিঘুলিয়া ব্রীজ হতে ব্যাপারীপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার, বড় কালীবাড়ি হতে আলীয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কার এবং থানাপাড়া ফারুক সাহেবের বাসা হতে বাজিতপুর টেক্সটাইল মোড় পর্যন্ত রাস্তা সংস্কার।

সংস্কার কাজের উদ্বোধনকালে জেলা প্রশাসক শরীফা হক বলেন টাঙ্গাইল পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো আর অবহেলিত থাকবেনা। টাঙ্গাইল পৌরসভার মাধ্যমে পৌরবাসীকে একটি মডেল এবং চমৎকার শহর উপহার দিব। এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ এবং উপ- সরকারি প্রকৌশলী শামীম আল মামুন।