কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ শিউলী বেগম (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে শিউলীর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল। এসময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল চচলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শিউলী বেগমকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি ওসি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলী বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, জেলায় মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।