রাজশাহী মহানগরীর মতিহার থানার ললিতাহার ভাটাপাড়া এলাকা থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলু (৩৫) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুলাই রাত ১টা ৩০ মিনিটের দিকে র্যাবের একটি আভিযানিক দল ললিতাহার ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সোহেল এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন। এছাড়া তিনি একজন চিহ্নিত অস্ত্র কারবারিও।
প্রসঙ্গত, ২০২২ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের সময় হাতেনাতে ধরা পড়েছিলেন সোহেল। পরে ওই মামলায় আদালত চলতি বছরের ১৩ এপ্রিল ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর সোহেলের বিরুদ্ধে মতিহার থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫।