প্রকাশ পেল সাইফুল বারীর কথায় ‘চৈত্র মাসের খরা’প্রকাশ পেল সাইফুল বারীর কথায় ‘চৈত্র মাসের খরা’

চৈত্রের খরার মতোই শুষ্ক হয়ে ওঠা এক ভালোবাসার গল্প উঠে এলো গানে। গীতিকবি সাইফুল বারী’র হৃদয়ভাঙা কথায় প্রকাশিত হয়েছে নতুন গান ‘চৈত্র মাসের খরা’। কণ্ঠ ও সুর দিয়েছেন শাহেদ আলম। সঙ্গীতায়োজনে ছিলেন সম্রাট আহমেদ এবং প্রযোজনায় বাউল আকাইদ। গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে ইউটিউবের এবি মিউজিক রিভার চ্যানেলে।

গানের প্রতিটি চরণে মিশে আছে অভিমান, অভাব আর দীর্ঘ অপেক্ষার হাহাকার। যেন এক প্রেমিকের দীর্ঘশ্বাস হয়ে ধরা দিয়েছে সুরে।

এই গানে হারিয়ে যাওয়া প্রিয়জন, না-পাওয়ার যন্ত্রণা ও অবহেলার ক্ষত গভীরভাবে তুলে ধরা হয়েছে। গানটি যেন এক অন্তরাত্মার আর্তনাদ, যেখানে প্রেমিকার ফিরতি কোনো খোঁজ নেই, কেবল ফেলে যাওয়া প্রতিশ্রুতির ভার।

গীতিকবি সাইফুল বারী বলেন, “ভালোবাসা যখন একতরফা হয়ে পড়ে, তখন তা হৃদয়ের ওপর চৈত্রের রোদের মতোই নিষ্ঠুর খরা নামিয়ে আনে। আমি সেই অনুভবই ধরার চেষ্টা করেছি।”

Author