ছাত্র আন্দোলনের সমন্বয়ককারী মিষ্টি আটকমারিয়াম মোকাদ্দেস মিষ্টি

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম এর লুটপাট এবং ভাংচুরের অভিযোগ করে বাদী-রওশন আরা খান (৫৮), স্বামী-এডভোকেট মোঃ জোয়াহেরুল ইসলাম, সাং-আকুর টাকুর পাড়া (ছোট কালী বাড়ী রোড), থানা ও জেলা-টাঙ্গাইল থানায় লিখিত ভাবে অভিযোগ করেন যে, ইং ০৮/০৩/২০২৫ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় টাঙ্গাইল সদর থানাধীন আকুর টাকুর পাড়া (ছোট কালী বাড়ী রোড) সাকিনস্থ বাদীর বাসার ৫ম তলা বিশিষ্ট বিল্ডিং এর কেঁচি গেইটের ৬টি তালা ভাঙ্গিয়া গ্রেফতারকৃত বিবাদীসহ আরও অজ্ঞতনামা ৮/৯ জন বিবাদী নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং ১০(দশ) ভরি স্বর্ণালংকার, যাহার মূল্য অনুমান ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা চুরি করিয়া নিয়া যায়। এছাড়াও আসবাবপত্র ভাংচুর করিয়া আনুমানিক ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। পূর্ব পরিকল্পিত ভাবে ১৭ জন মানষিক ভারসাম্যহীন পাগল নিয়া তালা ভাঙ্গিয়া ১৭ জন মানষিক ভারসাম্যহীন পাগলকে রুমে প্রবেশ করাইয়া বাহির থেকে তালাবদ্ধ করিয়া রাখে। এমতাবস্থায় উক্ত ঘটনার বিষয়ে বাদী অবগত হইয়া একই তারিখ অনুমানিক ১২:৩০ ঘটিকার সময় বাসায় গিয়ে গ্রেফতারকৃত ১নং বিবাদী কে ঘটনার বিষয় জিজ্ঞাসাবাদ করা মাত্রই ১নং বিবাদী ক্ষিপ্ত হইয়া বাদীকে বলে যে, “এই বাড়ীতে বসবাস করিতে হলে ১০,০০,০০,০০০/- (দশ কোটি) টাকা চাঁদা দিতে হবে, অন্যথায় আগামী সাতদিনের মধ্যে বাড়ীটি পুড়াইয়া দিব বলে হুমকি দেয়”।

উক্তরূপ অভিযোগের প্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানার মামলা নং-১৫, তারিখ- ০৯ মার্চ, ২০২৫; ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/ /৩৮৫/৩৮০/৫০৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

আটকের বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহম্মেদ জানান,আমাদের একটি আভিযানিক টিম কর্তৃক ইং০৯/০৩/২০২৫ তারিখ এজাহারনামীয় আসামী মারিয়াম মোকাদ্দেস মিষ্টি(২৭), স্বামী-শাহ্ আলমাস, পিতা-মাজাহারুল ইসলাম, স্থায়ী সাং-জশিহাটী পোঃ ফুলকী, থানা-বাসাইল, জেলা-টাঙ্গাইল, বর্তমান ঠিকানা-সাং-পশ্চিম আকুর টাকুর পাড়া (হাউজিং), থানা ও জেলা- টাঙ্গাইলকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামী সনাক্ত সহ গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধির পরিচয় ব্যবহার করে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) টাঙ্গাইল শহরের ছোটকালীবাড়িস্থ ছয়তলা বিশিষ্ট ভবন জবরদখল করেছেন সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিস্টি। শনিবার (৮ মার্চ) সকালে তিনি বাসার তালা ভেঙে ২০ জন পাগল নিয়ে ভবনে প্রবেশ করেন।