অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে জনপ্রিয় জাদুশিল্পী, অভিনেতা ও লেখক রাসেদ শিকদারের নতুন বই “ফান ফিয়েস্তা”। এটি তার দ্বিতীয় গ্রন্থ, যেখানে পাঠকরা রম্য রসাত্মক গল্পের মাধ্যমে বিনোদনের এক ভিন্ন স্বাদ পাবেন।
বইটির প্রচ্ছদ এঁকেছেন সজীব ওয়ার্সী, প্রকাশক আশরাফুল ইসলাম তুষার, এবং প্রকাশ করেছে অনুজ প্রকাশন। বইটি পাওয়া যাবে এশিয়া পাবলিকেশনের স্টল নম্বর ৫৬১, ৫৬২, ৫৬৩ ও ৫৬৪-এ।
রাসেদ শিকদারের দ্বিতীয় বই এটি। এ প্রসঙ্গে তিনি বলেন, কথায় আছে, “নেই কাজ তো খৈ ভাজ” ঠিক তেমনই মতই “ফান ফিয়েস্তা” বইটি লেখা। জীবনের বিভিন্ন সময়ে যখনই হাস্যরসাত্মক কিছু মাথায় এসেছে তখনই সেটি টুকে নিয়ে প্রথম প্রেমের কথা মনে করে মিটিমিটি হাসির মতো হাসি ফোটাতেই আমার এ মহৎ প্রয়াস।
তিনি আরো বলেন, এটি আমার লেখা দ্বিতীয় বই এবং প্রথম রম্য রসাত্মক বই। যারা সংগ্রহ করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ভালোটুকু গ্রহণ করবেন আর ভুলটুকু ছিড়ে ঝাল মুড়ি খাবেন। আশা করি বইটি পড়লে আপনি মিটিমিটি হাসতে বাধ্য হবেন।
ম্যাজিশিয়ান রাসেদ শিকদার তার যাদুশিল্পের পাশাপাশি সাহিত্যেও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। তার লেখা হাস্যরসাত্মক এই বইটি পাঠকদের আনন্দ দেবে বলে আশাবাদী তিনি। বইপ্রেমী ও রম্য সাহিত্যপ্রিয় পাঠকদের জন্য “ফান ফিয়েস্তা” হতে পারে বইমেলায় অন্যতম আকর্ষণ!।
এর আগে ২০২৪ সালের অমর একুশে বইমেলায় একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল রাসেদ শিকদারের প্রথম আত্মউন্নয়নমূলক বই “দ্য পাসওয়ার্ড অব সাকসেস” (সফলতার গুপ্ত মন্ত্র)।