রাজশাহীর ঐতিহ্যবাহী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখল করেছেন—সম্প্রতি এমন অভিযোগ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী ও মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল আলম লিটু।
তিনি বলেন, “আমি কখনো রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের কোনো দোকান দখল করিনি। বরং ভবনের কেয়ারটেকার ও ‘বাচ্চু আর্ট’-এর স্বত্বাধিকারী বাচ্চুর সঙ্গে আমাদের মাঝে মধ্যে ওঠাবসা হয়। এটিকে কেন্দ্র করেই আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”
রাজনৈতিক পরিচয়ের অভিযোগ প্রসঙ্গে লিটু জানান, “আমাকে বলা হচ্ছে আমি আওয়ামী লীগের সময়ে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ছিলাম। এটি সত্য নয়। আমি একজন ব্যবসায়ী মানুষ। তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর অন্যান্য ব্যবসায়ীর মতো আমিও শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। এর বাইরে তাঁর ঘনিষ্ঠ সহযোগী বা রাজনৈতিক কোনো ভূমিকা আমার কখনোই ছিল না।”
তিনি আরও বলেন, “আমি কখনো কোনো রাজনৈতিক দলের পদে ছিলাম না। ব্যবসার সঙ্গেই বরাবর জড়িত আছি। ব্যবসা করতে গিয়ে সবার সঙ্গেই যোগাযোগ রাখতে হয়। কিন্তু এটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”
দোকান দখল ও ভাড়া আদায়ের অভিযোগকে পরিকল্পিত অপপ্রচার আখ্যা দিয়ে আশিকুল আলম লিটু বলেন, “আমি একজন ব্যবসায়ী হিসেবে সমাজের সবার সঙ্গে মিশেছি। তবে কারও জায়গা দখল করা বা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে আমি কখনো জড়িত নই।”
সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভিত্তিহীন অভিযোগ যাচাই-বাছাই ছাড়া প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাই।”