গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালেরকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। কোটালীপাড়া উপজেলায় কর্মরতঃ সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
আজ বুধবার দুপুরে কোটালীপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকরা। মানববন্ধন চলাকালে কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আহত সাংবাদিক কালেরকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু, সাংবাদিক রতন সেন কংকন, এফ এম মাহবুব সুলতান, প্রমথ রঞ্জন সরকার, কাজী পলাশ, রনি আহম্মেদ, সমীর রায় বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক নিয্যাতনের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটলো। এ ঘটনায় জড়িত এক সরকারী কর্মচারী ও বিএনপির নেতারা যুক্ত রয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। আসামীদের গ্রেফতার না হওয়া পযর্ন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে ১ ঘন্টা করে অবস্থান কর্মসূচী ও কলম বিরতি পালন করা হবে।