কুড়িগ্রামের রৌমারীতে তিনজনকে হত্যার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও থানা ঘেরাও করেছেন এলাকাবাসী।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে রৌমারী উপজেলার ভুন্দুরচর ও চরনতুন বন্দর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরে এসে পৌঁছায়। বিক্ষোভকারীরা রৌমারী থানার গেটে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে তারা থানা ঘেরাও করে আধা ঘণ্টাব্যাপী অবস্থান নেন।
বিক্ষোভকারীরা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত তিন খুনের ঘটনায় মূল আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। পুলিশ গাফিলতি করেছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ওসির অপসারণ প্রয়োজন।
নিহত নুরুল আমিনের বাবা আনোয়ার হোসেন বলেন, “আমার ছেলে নুরুল আমিনকে যারা হত্যা করেছে, তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আমি এই ওসির অপসারণ চাই।”
নিহত বুলু ও ফুলু মিয়ার ভাই শাহাজালাল বলেন, “আমি এক মাস আগে থানায় অভিযোগ করেছিলাম, কিন্তু ওসি কোনো পদক্ষেপ নেননি। তখন ব্যবস্থা নিলে এত বড় ঘটনা ঘটত না।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, “বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি নিয়ে এসেছিলেন। তাদের শান্তিপূর্ণভাবে বোঝানো হয়েছে এবং দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রৌমারী উপজেলার ভুন্দুরচর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতরা হলেন— নুরুল আমিন (পিতা: আনোয়ার হোসেন), বুলু মিয়া (পিতা: গোলাম মিয়া) এবং ফুলবাবু মিয়া। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।