টাঙ্গাইলে জেলা প্রশাসকের হস্তক্ষেপে গতি পেল যান চলাচলটাঙ্গাইলে জেলা প্রশাসকের হস্তক্ষেপে গতি পেল যান চলাচল

সম্প্রতি ভারী ও অতি বৃষ্টিপাতের কারণে ভালুকা – সখিপুর সড়কে টাঙ্গাইল অংশের মিলপাড়া মোড় নামক এলাকার সড়কে বিভিন্ন জায়গায় ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয় এবং খানাখন্দে পানি জমে মালবাহী ট্রাক, ছোট যানবাহন এবং পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে পড়ে যার ফলশ্রুতিতে সৃষ্টি হয় যানযট।

বিষয়টি টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক এর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষনিকভাবে টাঙ্গাইল সড়ক ও জনপদকে অবহিত করেন যার ফলশ্রুতিতে জরুরি ভিত্তিতে বিভাগীয় মেরামতের মাধ্যমে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করা হয় বলে জানান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান।

সড়কটির স্থায়ী সংস্কার বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান বলেন ভালুকা – সখিপুর সড়কটির স্থায়ী সংস্কার কাজ সম্পাদনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চলতি অর্থবছরে পিরিয়ডিক মেনটেনেন্স প্রোগ্রাম সড়ক মেজর এর আওতায় আড়াইপাড়া হতে সখিপুর পর্যন্ত প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, প্রস্তাব অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে দরপত্র প্রক্রিয়া শেষে আগামী দু তিন মাসের মধ্যে সড়কটির স্থায়ী সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।