রাজশাহীর বাঘায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৫ এর সিপিএসসি আভিযানিক দল জানায়, গতকাল শুক্রবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটকানপাড়া কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. নুর ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
তিনি রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত নুর ইসলাম দীর্ঘদিন ধরে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন।
আটকের সময় তার কাছ থেকে ৮ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।