ফুলবাড়ীতে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতারফুলবাড়ীতে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ফুলবাড়ী থানাধীন ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলার লালপুর থানার ধানাইদহ এলাকার মোঃ শাহ আলম (৪০) এবং পাবনা জেলার ঈশ্বরদী থানার নতুন রূপপুর এলাকার সানজিদা ইয়াসমিন (২০)। অভিযানে তাদের কাছ থেকে ২,৩৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।

ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ওসি মোঃ বজলার রহমান। তিনি জানান, “মাদকের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।”