কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩৯ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই ২০২৫) সন্ধ্যার দিকে ফুলবাড়ী থানার ৪ নম্বর বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা মহাবিদ্যালয় মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। অভিযানে মো. সাগর খান (২১), পিতা—মো. মোশাররফ হোসেন, সাং—বড়ভিটা, থানা—ফুলবাড়ী, জেলা—কুড়িগ্রামকে হাতেনাতে আটক করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ওসি মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ইয়াবা, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।”
গ্রেফতার সাগরের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলায় মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান ডিবি ওসি।