জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন একাধিক অনিশ্চয়তা ও ক্লিফহ্যাঙ্গারে শেষ হয়েছে। ফুলেরার রাজনীতিতে বড় বদল এসেছে ভোটে মঞ্জু দেবী ও প্রধানজী হেরে গেছেন, নতুন প্রাধান হয়েছেন ক্রান্তি দেবী ও তার স্বামী ভূষণ। দর্শকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন অভিষেক ত্রিপাঠী কি এবার ফুলেরা ছেড়ে চলে যাবেন? ‘রিঙ্কি’র সাথে প্রেম হবে কি? পরবর্তী ফুলেরার রাজনীতি কেমন হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকে জানতে চাইছেন, তাহলে কবে আসছে পঞ্চায়েত সিজন ৫?
এখনও পর্যন্ত অ্যামাজন প্রাইম ভিডিও কিংবা নির্মাতা প্রতিষ্ঠান টিভিএফ-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আশা জাগিয়েছেন পঞ্চায়েতের পরিচালক দীপক কুমার মিশ্র, প্রধান লেখক চন্দন কুমার ও অভিনেত্রী সানভিকা (রিঙ্কি)।
ঈদে তিন নাটক দিয়ে প্রশংসায় ভাসছেন নির্মাতা মাসরিকুল আলম
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানভিকা জানান, সিজন ৫-এর প্রস্তুতি শুরু হয়েছে। আমি আমার নিজের অংশের কাজ শুরু করেছি এবং সম্ভবত এটি ২০২৬ সালের মাঝামাঝি বা শেষ নাগাদ মুক্তি পেতে পারে, যদিও তা নির্ভর করছে পুরো শিডিউলের ওপর।
এই ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়েছে, বিশেষ করে চতুর্থ সিজনকে ঘিরে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার পর।
২০২৪ সালের মে মাসে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক দীপক মিশ্র জানান, ‘আমাদের মাঝে সাধারণত দুই সিজনের মধ্যে কোনো বিরতি থাকে না। আমরা সিজন ৩ শেষ করার পরই সিজন ৪-এর তিন থেকে চারটি এপিসোড লিখে ফেলেছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমরা সিজন ৪ ও ৫—উভয়ের পরিকল্পনাই করে রেখেছি। সিজন ৪ নিয়ে স্পষ্ট ধারণা থাকলেও, সিজন ৫ নিয়ে একটি বিস্তৃত চিন্তা আছে।’
নির্মাতার সুস্পষ্ট বক্তব্য না পাওয়া গেলেও সিরিজটির প্রধান লেখক চন্দন কুমার এবার সেই অপেক্ষাকে আরও অর্থবহ করে তুললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিজন ৫-এর দিকনির্দেশনা প্রায় সম্পূর্ণ এবং এখন চলছে পরবর্তী ধাপের প্রস্তুতি।
চন্দন কুমার বলেন, ‘আমরা এখন পঞ্চায়েত সিজন ৫-এর প্লটলাইন এবং চরিত্রগুলোর গতিপথ নিয়ে অনেকটাই পরিষ্কার। কিছু আবেগঘন এবং নাটকীয় মুহূর্ত নিয়ে কাজ করছি, যেগুলো দর্শকদের আরও বেশি আকর্ষণ করবে।’
তিনি আরও যোগ করেন, ‘এই সিজনে ফুলেরার রাজনৈতিক পরিবেশ ও ব্যক্তিগত সম্পর্ক দু’টোরই জটিলতা বাড়বে। আমরা চাই গল্পটা যেন স্বাভাবিক এবং বাস্তবসম্মত গতিতে এগোয়। হিউমার থাকবে, আবার আবেগও থাকবে।’
তবে তিনি এখনই নির্দিষ্ট মুক্তির তারিখ বলতে নারাজ। তার ভাষায়, “তাড়াহুড়ো করে কিছু নয়। ভালোভাবে গল্প গুছিয়ে তবেই শুটিং শুরু হবে।’
যদিও এখনো অ্যামাজন প্রাইম ভিডিও থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে অভিনেত্রী সানভিকা ও প্রধান লেখক চন্দন কুমার এর এই মন্তব্য এবং নির্মাতার পূর্বে দেওয়া সাক্ষাৎকার থেকেই পরিষ্কার ফুলেরার গল্প এখানেই শেষ নয়।

প্রসঙ্গত, পঞ্চায়েত সিজন ১ মুক্তি পায় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর দুই বছর পর ২০২২ সালের ২০ মে আসে সিজন ২। সিজন ৩ ও আসে ঠিক দুই বছর পর—২০২৪ সালের ২৮ মে। যদিও অনেকেই ভাবছিলেন সিজন ৪ ও হয়তো দুই বছর পরই আসবে, কিন্তু নির্মাতারা এক বছরের মধ্যেই তা প্রকাশ করতে পেরেছেন।
এই ধারাবাহিকতা দেখে অনেকেই মনে করছেন, নির্মাতারা যদি একই গতি বজায় রাখতে পারেন, তবে ২০২৬ সালেই দর্শকরা পেতে পারেন পঞ্চায়েত সিজন ৫। তবে সঠিক মুক্তির তারিখ জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে অ্যামাজন প্রাইম ভিডিও এবং টিভিএফ-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
টিভিএফ (দ্য ভাইরাল ফরএভার)-এর প্রযোজনায় এবং চন্দন কুমার রচিত এই সিরিজটি গ্রামীণ জীবনের সরলতা, হালকা হাস্যরস এবং সামাজিক বাস্তবতার মিশেলে এক অনন্য ধারা তৈরি করেছে। relatable গল্প এবং প্রাণবন্ত চরিত্রই সিরিজটির সবচেয়ে বড় শক্তি।
এতে অভিনয় করেছেন চন্দন রায় (বিকাশ), সানভিকা (রিঙ্কি), ফয়সাল মালিক (প্রহ্লাদ), অশোক পাঠক, দুর্গেশ কুমার (ভূষণ), সুনীতা রাজওয়ার (ক্রান্তি দেবী) এবং পঙ্কজ ঝা (দুর্নীতিগ্রস্ত বিধায়ক চন্দ্র কিশোর সিং) সহ আরও অনেকে।
বর্তমান আলো/নীরা