সম্প্রতি প্রচারিত নাটক ‘পুনরায় তুমি’ নিয়ে অভিনেতা আশিক খান চৌধুরী গুরুতর অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি দীর্ঘ স্ট্যাটাসে তিনি নাটকের প্রযোজনা, প্রচার এবং সম্মানী সংক্রান্ত বিষয়ে পরিচালক মিথুন আহমেদ ও প্রযোজনা প্রতিষ্ঠান বারনাবী ড্রামার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন।
অভিনেতা আশিকের অভিযোগ, তিনি নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও পুরো প্রোমোশনাল কর্মকাণ্ড ও প্রেস কনফারেন্সে তাকে এবং অন্যান্য শিল্পীদের এক প্রকার অদৃশ্য করে রাখা হয়েছে। শুধু অভিনেতা মীর রাব্বী ও অভিনেত্রী প্রিয়ন্তি উরবী-কেই নাটকের মুখ হিসেবে তুলে ধরা হয়েছে। আশিক দাবি করেন, ‘তাদের নাম এমনভাবে বারবার তোলা হয়েছে, যেন নাটকে আর কেউ অভিনয়ই করেনি।’
স্ট্যাটাসে আশিক উল্লেখ করেন, শুটিংয়ের সময় তিনি একজন সিনিয়র শিল্পী হওয়া সত্ত্বেও সম্মানী না দিয়ে বরং তার সঙ্গে একাধিকবার প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। এখনো পর্যন্ত একদিনের শুটিংয়ের পেমেন্ট বাকি রয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি লেখেন, ‘আমি আশিক খান ১৪ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি। আমি যেটুকু কাজ করেছি, মন দিয়েই করেছি। কিন্তু এই নাটকে কাজ করে আমি শুধু অপমানই পেয়েছি। একাধিকবার বলার পরও পোস্টারে আমার নামের বানান ভুল, প্রোমোতে নাম না থাকা, এসব দেখে মনে হয়েছে পরিচালক মিথুন আহমেদের কাছে আমি তুচ্ছ।’
নাটক রিলিজের আগের দিন অনুষ্ঠিত প্রেস কনফারেন্স নিয়েও আশিক খান অসন্তোষ প্রকাশ করেন। তার ভাষায়, ‘মীর রাব্বী ও প্রিয়ন্তি উরবীর বাইরে কাউকে পাত্তাই দেওয়া হয়নি। আমাকে বারবার ফোন করে ডাকা হলেও, সেখানে আমার জন্য সম্মানের জায়গা ছিল না। আমি লজ্জায় চলে আসতে চেয়েছিলাম, কিন্তু পরিচালক আমাকে থেকে যেতে বলেন।’
এছাড়া তিনি এডিটর কাজী রিফাত এবং বিজিএমের দায়িত্বে থাকা এস কে আন্নু-র বকেয়া পেমেন্ট এখনও পরিশোধ না করার বিষয়েও হতাশা প্রকাশ করেন। ফোন ধরাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।
সবশেষে আশিক খান তার স্ট্যাটাসে স্পষ্টভাবে বলেন, ‘পুনরায় তুমি’ নাটকটিকে তিনি নিজের কাজ হিসেবেই মনে করতে চান না এবং এই নাটককে তিনি ব্যক্তিগতভাবে বয়কট করেছেন।
নাটকটি পরিচালনা করেছেন মিথুন আহমেদ এবং এটি প্রযোজনা করেছে বারনাবী ড্রামা।
এই ঘটনায় এখনো নাটকের পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।