ঈদ মানেই বাঙালির আনন্দ-উৎসব, আর সেই উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ঈদের বিশেষ নাটক। প্রতিবারের মতো এবারও টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মগুলো ঈদ উপলক্ষে দর্শকদের জন্য সাজিয়েছে নানা ধরণের নাটক, টেলিফিল্ম ও সিরিজের পসরা। ঈদ উপলক্ষে প্রচারিত নাটকগুলোর মধ্যে কিছু কিছু ইতোমধ্যেই দর্শক ও আলোচকদের দৃষ্টি কেড়েছে।
সেই আলোচিত নাটকগুলোর তালিকায় উঠে এসেছে নির্মাতা মাসরিকুল আলম পরিচালিত তিনটি নাটক— ‘ঘ্রাণ’, ‘বন্ধুত্ব নাকি প্রেম?’ ও ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’। ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর জন্য এই তিনটি নাটকই দর্শকদের মন ছুঁয়ে গেছে। নাটকগুলোতে অভিনয় করেছেন, জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, নাজনীন নাহার নীহা প্রমূখ।
নির্মাতা মাসরিকুল আলম বলেন, ঈদে আমার তিনটি নাটকই আলাদা আলাদা ফ্লেভারের এবং তিনটাই প্রশংসিত হচ্ছে। ‘ঘ্রাণ’ দেখে সবার মায়ের জন্য একটু হলেও চোখের পানি এসেছে। ‘বন্ধুত্ব নাকি প্রেম?’ পাবলিক ইউনিভার্সিটির ৩টা ছোট গল্পের উপর নির্মিত। প্রতিটা গল্পই মানুষ কানেক্ট করেছে। ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ দেখে সবাই বলছে হুমায়ন আহমেদ ফিল পাচ্ছে।
তিনি আরও বলেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তিনটি নাটকে তিন রকমের অনুভূতি তুলে ধরতে- ভালোবাসা, বন্ধুত্ব আর পারিবারিক আবেগ। দর্শকরা যে ভালোবাসা দিচ্ছেন, তা আমার ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা। আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে যারা ঈদের আনন্দে আমার নাটকগুলোর সঙ্গী হয়েছেন।