খাগড়াছড়ি জেলার রামগড়ে নৃশংসভাবে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আমেনা বেগম ও তাঁর মেয়ে রায়হানা আক্তার। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “বুধবার রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সময় বাড়িতে কেবল মা ও মেয়ে ছিলেন। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হত্যার কারণ ও দায়ীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে বলে জানা গেছে।