গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হলো আন্তঃবিভাগীয় মুট কোর্ট প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১১–১৩ আগস্ট তারিখে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. সোহেল হাসান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ইয়ামিন রহমান।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় MC LAW 003 দলের নুসরাত জাহান নিশু ও খুকু মনি খানম। রানার-আপ হয় MC LAW 006 দলের জয় মজুমদার, নুসরাত রহমান মুনা ও শেখ সামি। শ্রেষ্ঠ মুটার নির্বাচিত হন নুসরাত জাহান নিশু ও জয় মজুমদার। আর শ্রেষ্ঠ মেমোরিয়াল পুরস্কার অর্জন করে MC LAW 001 (এলএলএম) দল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকলকে সনদ প্রদান করা হয়।
শ্রেষ্ঠ মুটার নুসরাত জাহান নিশু প্রতিক্রিয়ায় বলেন, আমরা সবসময় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল মুট কোর্ট প্রতিযোগিতা দেখে এসেছি। নিজের বিশ্ববিদ্যালয়ে এমন একটি আয়োজন করা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। শিক্ষক, শিক্ষার্থী, প্রতিযোগী ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমেই এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।