নুসরাত ফারিয়া আটকনুসরাত ফারিয়া আটক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডগামী এক ফ্লাইটে উঠার আগে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন চেকপয়েন্টে নথিপত্র যাচাইয়ের সময় তার নামে একটি সক্রিয় মামলার বিষয়টি পুলিশের নজরে আসে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক জানান, “অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি (গোয়েন্দা পুলিশ) কার্যালয়ে পাঠানো হয়েছে।”

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টার মামলায় নুসরাত ফারিয়াকে অন্যতম আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগে উল্লেখ রয়েছে, তিনি ওই আন্দোলনের বিরোধিতায় সক্রিয় ভূমিকা রেখেছেন এবং একটি রাজনৈতিক দলকে অর্থায়নের মাধ্যমে সহায়তা করেছেন।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও কলকাতার চলচ্চিত্রে কাজ করে আসছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তিজীবন নিয়েও তিনি আলোচনায় ছিলেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জ্বীন ৩’ সিনেমায় তার অভিনয় দর্শকদের দৃষ্টি কাড়ে, যা ঈদুল ফিতরে মুক্তি পায়।

বর্তমান আলো/রইআ

Author