টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দিলেন ইউএনও টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দিলেন ইউএনও 

ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে  অভিযান পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে যাত্রীদের ফিরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া থেকে ঢাকাগামী বাসগুলোর কাউন্টারে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় পৌর বাস টার্মিনালে অভিযান পরিচালনা করেন ইউএনও। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় দোলা পরিবহনের অতিরিক্ত ভাড়া আদায়কারীদের থেকে প্রায় ১০ হাজার টাকা সংগ্রহ করে যাত্রীদের ফেরত দেওয়া হয়। এছাড়া একই অভিযোগে ওয়েলকাম এক্সপ্রেসকে সড়ক পরিবহন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাড়া ফেরত পেয়ে চিতলমারীর নাজমুল শেখ বলেন, গ্রামে ঈদ পালন করে টুঙ্গিপাড়া বাস কাউন্টারে ৫৫০ টাকার ভাড়া এক হাজার টাকা নিচ্ছিলো। ঠিক সেই সময় ম্যাজিস্ট্রেট কাউন্টারে অভিযান পরিচালনা করে আমাদের বাড়তি টাকা ফেরত দিয়েছে। নিয়মিত এমন অভিযান চললে যাত্রীরা স্বস্তি পেত।

গিমাডাঙ্গা গ্রামের শাম্মী আক্তার বলেন, স্বামীর চাকরির সুবাদে ঢাকা থাকতে হয়। টুঙ্গিপাড়া ভাই বাড়ী ঈদ করে ফেরার পথে দ্বিগুণ ভাড়া দিয়ে টিকিট নিতে হয়েছিলো। ইউএনওর মাধ্যমে বাড়তি ভাড়া ফেরত পেয়েছি। 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক বলেন, গ্রামে পরিবারের সাথে ঈদ কাটিয়ে ফেরা সাধারণ মানুষের কাছ থেকে কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল এমন সংবাদ পাই। তখন পৌর বাস টার্মিনালে এসে যাত্রীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়ায় ওয়েলকাম এক্সপ্রেস কে ৫০০০ টাকা জরিমানা ও দোলা পরিবহনের যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া তাদের ফেরত দেওয়া হয়। পাশাপাশি এমন কাজ থেকে বিরত থাকতে পরিবহন কাউন্টারে কর্মরতদের সতর্ক করা হয়েছে।