এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে, এসো নবীন ভয় নাই, ছাত্রদলে সন্ত্রাস নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ, সরকারি কলেজ ক্যাম্পাস এলাকাসহ বিভিন্ন জায়গায় মোট ২৫০ টি গাছের চারা রোপন করে এ কর্মসূচি পালন করে ছাত্রদল। এছাড়া হাসপাতাল ও কলেজ প্রাঙ্গন পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইসমাইল হোসেন, সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, পৌর ছাত্রদলের আহবায়ক রায়হান হাবীব (ইয়েন), সিনিয়র যুগ্ম আহবায়ক মতিন মোল্লা, যুগ্ম আহবায়ক ইসলাম মুন্সী, সদস্য এস.এম. তামিম, মোঃ আকাশ, টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইসমাইল হোসেন জানান, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদল আগামীতেও এমন কর্মসূচি চালিয়ে যাবে।