বাংলাদেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এসব স্টেডিয়াম যেন খেলাধুলার কাজে ব্যবহৃত হয় এবং ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদরা নিয়মিত খেলাধুলা করতে পারেন— সেজন্য উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা একযোগে কাজ করবে।
শনিবার সকাল ১১টায় নাটোরের কানাইখালিতে সদর উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ভার্চুয়ালি দেশের আরও ১৩টি উপজেলার মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, মিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহাবুব মোরশেদ সোহেল, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় যোগ দেন এবং স্থানীয় এলজিইডি কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন।