গোপালগঞ্জে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি ও আনন্দ মিছিলগোপালগঞ্জে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি ও আনন্দ মিছিল

ঐতিহাসিক জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গোপালগঞ্জে বিজয় র‍্যালি ও আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান রাফির নেতৃত্বে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা ছাড়াও টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার নেতারা র‍্যালিতে অংশ নেন। শহরের প্রধান সড়কে বিশাল আনন্দ মিছিলের আয়োজন করা হয়, যেখানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তাওফিক হোসেন ও এমডি বেনু, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদার, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুল কোভিদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লেকটন, সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান পলাশ, দপ্তর সম্পাদক (সাবেক) রাজীব বিশ্বাস রাজু, কোষাধ্যক্ষ (সাবেক) মো. নুরুল আমিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব শেখ বিল্লাল হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও পৌর ছাত্রদলের সভাপতি রিদওয়ান রহমান বাবু।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান রাফি বলেন, “ছাত্র-জনতার কোটা আন্দোলনে গুম, খুন ও দমন-পীড়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর দেশে এক প্রকার স্বৈরশাসন চালিয়েছে। এরই প্রতিবাদে ছাত্রদল, যুবদলসহ শ্রমজীবী জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে গত ৫ আগস্ট ২০২৪ সালে দেশ ছাড়তে বাধ্য হয় স্বৈরাচারী শেখ হাসিনা।”

তিনি আরও বলেন, “আজ দেশে স্বৈরতন্ত্রের অবসান ঘটেছে। তবে নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের প্রতি আহ্বান—ছাত্র-জনতার যে ম্যান্ডেট নিয়ে আপনি ক্ষমতায় এসেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করে দ্রুত গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।”

শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।