কুড়িগ্রামে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেপ্তারকুড়িগ্রামে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় অভিযান চালিয়ে মো. আলী হোসেন (৩২) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে।

ঘটনার বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ওসি ডিবি মো. বজলার রহমান জানান, অভিযানে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”