রাজশাহীর তানোর উপজেলার গাগরন্দ মাঠ চান্দুরিয়ায় ‘সামাজিক কল্যাণ সংস্থা’র উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে।
‘একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক বাংলাদেশের ভূমি ও প্রাণ’— এই প্রতিপাদ্যকে ধারণ করে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’-এর অংশ হিসেবে সংস্থা মাসব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, সদস্য তমাল ইসলাম, আলামিন ইসলাম সুমন, শহিদুল ইসলাম, রায়হানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় নির্বাহী পরিচালক সম্রাট রায়হান বলেন, “প্রতিবছর অধিকহারে বৃক্ষরোপণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখে। এই বর্ষায় অন্তত একটি করে গাছ লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”