তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল ও অভিনেত্রী সোনিয়া লাজুক এবার হাজির হচ্ছেন নতুন তিনটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে। সৌন্দর্য, মেধা ও অভিনয়শৈলীর মিশেলে ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে নিজের জায়গা পোক্ত করেছেন এই গ্ল্যামার গার্ল।
সম্প্রতি কক্সবাজারের মনোরম লোকেশনে দুটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন সোনিয়া। এর মধ্যে একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে নোয়াখালীর আঞ্চলিক ভাষায়— “ও আর জান” শিরোনামে। এই ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে ঢাকার ধানমন্ডি ও দিয়াবাড়ি এলাকায়।
এছাড়া “আমার মনের ঘরে একটা পরী” শিরোনামের আরেকটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি “কেশবতী কন্যা” নামের একটি মিউজিক্যাল ফিল্মের কাজও সম্পন্ন হয়েছে।
তিনটি গানেই কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজীব আহমেদ। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন জনপ্রিয় কোরিওগ্রাফার মাইকেল বাবু।
নিজের অভিজ্ঞতা জানিয়ে সোনিয়া লাজুক বলেন, তিনটি মিউজিক্যাল ফিল্মেই কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। গল্প, লোকেশন, গান—সব মিলিয়ে দর্শকরা ভিন্ন এক অভিজ্ঞতা পাবেন বলে বিশ্বাস করি। আশা করছি, এগুলো প্রচারে এলে সবার ভালো লাগবে।”
উল্লেখ্য, সোনিয়া লাজুক এর আগেও একাধিক মিউজিক ভিডিও ও ফ্যাশন প্রজেক্টে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। নতুন এই তিনটি কাজ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।