বন্ধু দিবসে কাজী শুভ–মিলনের কণ্ঠে ‘বন্ধু’বন্ধু দিবসে কাজী শুভ–মিলনের কণ্ঠে ‘বন্ধু’

বন্ধু দিবসকে কেন্দ্র করে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও মোহাম্মদ মিলন। ‘বন্ধু’ শিরোনামে গানটি রিলিজ হবে ১লা আগস্ট কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

বন্ধুত্বের আবেগ আর স্মৃতিকে ঘিরে তৈরি এই গানের কথা লিখেছেন আরিফ হোসেন বাবু। সুর করেছেন কাজী শুভ নিজেই এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। গানটির ভিডিও নির্মাণ করেছেন এস এম কারিম।

গানটি নিয়ে দারুণ আশাবাদী দুই শিল্পীই। কাজী শুভ বলেন, প্রতিটি মানুষের জীবনে বন্ধুর একটা বিশেষ জায়গা থাকে। সেই জায়গাটাকে ছুঁয়ে দিতেই এই গান। আমরা চেয়েছি, বন্ধু দিবসে সবাই যেন একসাথে গাইতে পারে, হাসতে পারে, আনন্দ করতে পারে। ‘বন্ধু’ গানটা ঠিক সেই উদ্দেশ্যেই বানানো। আশা করি গানটি সবাইকে ছুঁয়ে যাবে।