রাজশাহীতে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতাররাজশাহীতে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া এলাকায় গাঁজা বিক্রির সময় মোঃ রনি (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍্যাব-৫)। এসময় তার কাছ থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গতকাল ২৭ জুলাই (রবিবার) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ রনি’কে গ্রেফতার করা হয়, যিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হোসনিগঞ্জ এলাকার বাসিন্দা।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত রনি দীর্ঘদিন ধরে অজ্ঞাত স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি ভাবে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল। এছাড়াও, সে নিজেও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করত।

ঘটনার পর আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে মাদক, সন্ত্রাস, অস্ত্র, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে, যা চলমান রয়েছে বলেও জানায় র‍্যাব-৫।