গোদাগাড়ীতে সরকারি রাস্তায় দখলদারি! অবৈধ ফ্ল্যাট নির্মাণ বন্ধে সহকারী কমিশনারের হস্তক্ষেপ দাবিগোদাগাড়ীতে সরকারি রাস্তায় দখলদারি! অবৈধ ফ্ল্যাট নির্মাণ বন্ধে সহকারী কমিশনারের হস্তক্ষেপ দাবি

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার লস্করহাটী গ্রামে সরকারি রাস্তায় ফ্ল্যাট ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, লস্করহাটী মৌজার (জেএল নং–১৬৯) এস.এ দাগ নং ১৪১–এর শেষ প্রান্তের পশ্চিম অংশ এবং ৯০ নং দাগ সংলগ্ন সরকারি রাস্তা (আর.এস দাগ নং ২৪৬)–এর পশ্চিম প্রান্তে বহুতল ফ্ল্যাট বাড়ি নির্মাণ করছেন মো. আবদুল হালিম। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকায় কর্মরত। নির্মাণকাজ তদারকি করছেন তার ছোট চাচা মাওলানা মো. আজিজুর রহমান।

এ বিষয়ে গ্রামবাসীর পক্ষে মো. তৌহিদুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়, রাস্তার ওপর এই অবৈধ স্থাপনা নির্মাণের কারণে চলাচলে চরম অসুবিধা তৈরি হচ্ছে এবং সরকারি সম্পত্তি দখলের শঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, তারা নির্মাণকাজ বন্ধের অনুরোধ করলে ভবন মালিকপক্ষের সাফ জবাব— “সরকারের প্রয়োজন হলে সরকার ভেঙে ফেলবে, কিন্তু আমরা বাড়ি করা বন্ধ করব না।”

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ জমির আর.এস নকশার ওপর নকশা সংশোধনের মামলা চলমান রয়েছে। ইতোমধ্যে মহামান্য আদালত এস.এ নকশা অনুযায়ী ২৪৫, ২৪৬, ২৪৭ ও ২৪৮ নং দাগগুলোকে এস.এ দাগ নং ১৪০, ১৪১ ও ১৪২ হিসেবে ডিগ্রি প্রদান করেছেন।

এ অবস্থায় দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গ্রামবাসী।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম সাংবাদিকদের জানান, “অভিযোগের বিষয়টি আপনার মাধ্যমেই প্রথম শুনলাম। লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”