দক্ষিণ কোরিয়ায় একই মঞ্চে আসিফ আকবর- প্রিয়াঙ্কা জামানদক্ষিণ কোরিয়ায় একই মঞ্চে আসিফ আকবর- প্রিয়াঙ্কা জামান

দক্ষিণ কোরিয়ার ইনছনে বসছে বাংলাদেশি সংস্কৃতির মহামেলা। আগামী ৫ মে সোমবার ইনছন গ্র্যান্ড পার্কের আলোকিত মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা- ২০২৫”। মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান’র উপস্থাপনায় এই জমকালো আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। একই মঞ্চে প্রিয়াঙ্কা জামান উপস্থাপনার পাশাপাশি পারফর্মও করবেন বলে নিশ্চিত করেছেন।

আইবিসিকে (ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া) আয়োজিত এই উৎসবে প্রবাসী বাংলাদেশিদের জন্য থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে আরও গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী রিয়া।

দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই উৎসব, যা নিঃসন্দেহে প্রবাসীদের জন্য আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে।

এই আয়োজন নিয়ে বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা জামান। তিনি বলেন, “বিদেশ সফর শুরু হয়েছিলো আমার দক্ষিণ কোরিয়াতেই। এরপর বহু দেশে শো করেছি, তবে এবারের অনুভূতিটা একেবারে আলাদা। কারণ পুরো অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্ব আমার কাঁধে। উপস্থাপনা আর পারফর্ম—দুই দায়িত্ব একসাথে পালন করা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। গত কয়েকদিন ধরেই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছি। আশা করছি, দর্শকদের একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারবো।”

Author