ফরিদুল ইসলাম রুবেলের রচনায় ‘প্রেম আমার’ফরিদুল ইসলাম রুবেলের রচনায় ‘প্রেম আমার’

প্রেম কখনো হাসায়, কখনো কাঁদায়। জীবনকে করে দুর্বিষহ, আবার কখনো গড়ে তোলে পাহাড়সম শক্ত ভিতে। নাট্যকার ফরিদুল ইসলাম রুবেলের রচনা ও নির্মাতা মো. ফাহাদের পরিচালনায় এমনই রহস্যময় গল্পে নির্মিত হলো বিশেষ ফিকশন ‘প্রেম আমার’। শিকশনটিতে অভিনয় করেছেন- শিবলী নওমান, সুমাইয়া অর্পা, সাহেলা আক্তার, কাজী রাজু,ফরিদ হোসেন, ফাহমিদা তৃষা, প্রমুখ।

নাট্যকার ফরিদুল ইসলাম রুবেলে বলেন, ‘সত্যিকারের প্রেমে কোনো অপরাধবোধ থাকে না। থাকে শুধু উচ্চাকাক্ষা, পাওয়া না পাওয়ার হিসেব-নিকেশ। ভালোবাসা লালন করে কত ইতিহাসই রচিত হলো। যা আজও অমর হয়ে আছে। তেমনই গল্প প্রেম আমার।’

ফিকশন প্রসঙ্গে পরিচালক মো. ফাহাদ বলেন, ‘ভালোবাসা ছাড়া জীবন তার আসল সৌন্দর্য খুঁজে পায় না। উঠতি বয়সের আবেগ-উদ্দীপনা যেন অথৈই সাগরের ঢেউয়ের মতোই লাফিয়ে উঠে। মন থাকে বাঁধনহারা, আকাশের পাখির মতোই উড়ে বেড়ায়। কল্পনার রঙে ঘুরতে থাকে নাটাই ছাড়া। গল্পটি এক কথায় খুবই হৃদয়স্পর্শী।’

গল্প সংক্ষেপ- আরিয়ান ভার্সিটিতে মাস্টার্স করছে, পড়ালেখায় খুবই সিরিয়াস। কখনো কোনো মেয়ের দিকে ভুলেও যেন তাকায় না। অনার্স ভর্তির পর নিশির অরিয়েন্টেশন ক্লাস, ক্যাম্পাসে দেখা হতেই চোখ লেগে যায় আরিয়ানের। নিশির চোখে চোখ রাখতেই ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিশির বডি গার্ড। জীবনে প্রথম একটা মেয়েকে ভালো লাগছে আরিয়ানের, তাও প্রথম দেখায়ই ধাক্কা খেতে হলো। আবদ্ধ পরিবেশে বেড়ে ওঠা নিশির মনে বিষয়টা ভীষণ দাগ কাটে। একপর্যায়ে তাদের মধ্যে আরও বেশি ভালো লাগা কাজ করে এবং ভালোবাসা গড়ে ওঠে।  ধীরে ধীরে আরিয়ান জানতে পারে নিশি এক শিল্পপতি ও স্মাগলারের মেয়ে। নিশির বাবা তাদের সম্পর্কের কথা শুনে তেলে-বেগুনে জ্বলে, কারণ তিনি তার এক বন্ধুর ছেলের সাথে নিশির বিয়ের কথা বলে রাখছেন। অতপরঃ সিদ্ধান্ত হয় আরিয়ানকে গুম করার পরিকল্পনা করে ফেলার। পরিণতি কি হয় জানতে হলে অপেক্ষা করতে হবে প্রচারের দিন পর্যন্ত।

নাটকটি শীঘ্রই একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে বলে পরিচালক সূত্রে জানা যায়।