রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন নিহাল খাননিহাল খান

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বিতীয় দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫)-এ দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিক সুলতানুল আরেফিন খান (নিহাল)।

তিনি দৈনিক শ্যামল বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন-এর সম্পাদক এবং বর্তমান আলো’র রাজশাহী প্রতিনিধি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দপ্তর সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের সুযোগ পেয়েছেন নিহাল খান।

নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—“এই বিজয় শুধু আমার নয়, এটি সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের বিজয়। বিজয়ের আনন্দে আমি আপ্লুত। দ্বিতীয়বারের মতো দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। সেইসাথে আমার প্রতি আস্থা ও সমর্থন প্রদানকারী সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও সমর্থকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। আপনাদের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা ছাড়া এ বিজয় সম্ভব হতো না।”

উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকেই প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন, তারা শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ভোট গ্রহণের পরিবেশকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ আখ্যা দিয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর জয়ী ও পরাজিত প্রার্থীরা পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।