নাটোরের বড়াইগ্রাম উপজেলার নওদা জোয়াড়ী ও গুরুদাসপুর উপজেলার চাপিলা গ্রামের সীমান্ত এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নওদা জোয়াড়ী-চাপিলা আঞ্চলিক সড়কে শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা জানান, প্রায় এক হাজার বিঘা আবাদি জমি বছরের পর বছর পানির নিচে তলিয়ে রয়েছে। এতে ফসল উৎপাদন ব্যাহত হয়ে স্থানীয় কৃষকরা দারুণ ক্ষতির মুখে পড়ছেন। সাম্প্রতিক বর্ষণে পানির স্তর আরও বেড়ে দুই গ্রামের শতাধিক বাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে পরিবারগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। রান্নাবান্না থেকে শুরু করে যাতায়াত, সবকিছুই ব্যাহত হচ্ছে।
নওদা জোয়াড়ী গ্রামের কৃষক ও জয় কৃষির মালিক আলহাজ্ব জামাল উদ্দিন প্রামানিক বলেন, “প্রতিবার বর্ষায় আমাদের জমির ফসল নষ্ট হয়। এবারও প্রায় সাত বিঘা জমিতে ধান রোপণ করতে পারিনি। এখন আবার বাড়িতেও পানি উঠেছে।”
চাপিলা গ্রামের গৃহবধূ রহিমা খাতুন জানান, “ঘরের ভেতর হাঁটু সমান পানি জমে আছে। চুলায় রান্না করা যাচ্ছে না। ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতেও কষ্ট হচ্ছে।”
আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, আমাদের প্রধান সমস্যা হলো পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। ড্রেনেজ না থাকায় জমি ও বাড়িঘর ডুবে যাচ্ছে। আমরা দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান চাই।
মানববন্ধনের বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।