শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (৩১ আগস্ট) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় গোপালপুর ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয় ও গোপালপুর ইউনিয়ন পরিষদে গিয়ে চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। পরে তিনি কৃষ্ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এ ছাড়া কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে পাঠদানের মান ও শিক্ষার্থীদের উপস্থিতি পর্যালোচনা করেন ইউএনও। বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার্থীদের আরও মনোযোগী করার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। একই দিনে দেওশিন উচ্চ বিদ্যালয়ের ভবনের ভার্টিকাল এক্সটেনশন উদ্বোধনও করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান অঙ্গীকার। শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অপরিহার্য। প্রতিটি বিদ্যালয়ে আধুনিক অবকাঠামো নির্মাণের পাশাপাশি পাঠদানের মানোন্নয়নেও উপজেলা প্রশাসন অবিরাম কাজ করছে। শিক্ষা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।