দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন নির্মাতা মিজানুর রহমান রাহুল। নাটকটির নাম ‘প্রেমের খুনসুটি’। নাটকটিতে দেখা যাবে এক অদ্ভুত পরিস্থিতি, বাবা চাইছেন ছেলের বিয়ে দিতে, কিন্তু ছেলে রাজি নয়। অথচ হঠাৎ করেই বাবা নিজেই বিয়ে করে বউ বাড়ি নিয়ে আসেন। অবাক করা বিষয় হলো, সেই বউটি আসলে ছেলের প্রেমিকা! কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? তার উত্তর মিলবে নাটকটি দেখলেই।
নাটকটি প্রকাশিত হয়েছে কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। প্রযোজনা করেছেন কাজী সাইফুল ইসলাম রাজীব। গল্প লিখেছেন মিজানুর রহমান রাহুল, যিনি একইসঙ্গে নাটকটির পরিচালনাও করেছেন।
পরিচালক মিজানুর রহমান রাহুল বলেন, এটা শুধু কল্পনার গল্প নয়, বরং আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এসেছে। আমার বাবাই আমাকে বিয়ের জন্য প্রচুর চাপ দিচ্ছেন। সেই বাস্তব অভিজ্ঞতাই একটু মজার ছলে নাটকে তুলে ধরেছি। আশা করি নাটকটি সকলের ভালো লাগবে।
এতে অভিনয় করেছেন কে এস রবিন, জেবা জান্নাত, মাসুম বাশার, ইমরান হাসো, দেলোয়ার উদ্দিন, সানজিদা স্নিগ্ধা ও ইসরাত।