শুধু গান নয়, অনুভব: অবশেষে প্রকাশ পেলো ‘আদরের উপহার’শুধু গান নয়, অনুভব: অবশেষে প্রকাশ পেলো ‘আদরের উপহার’

ঈদুল আজহায় শিহাব শাহীন পরিচালিত আফরান নিশো -তমা মির্জার মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দাগি’র বহুল প্রতীক্ষিত গান ‘আদরের উপহার’ অবশেষে প্রকাশ পেয়েছে। ১৪ জুলাই গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। সিনেমাটির মুক্তির আগে ট্রেইলারে মাত্র কয়েক সেকেন্ড শোনা গানের সেই অংশই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

‘দাগি’ সিনেমায় তিনটি গান থাকলেও এর মধ্যে দুটি গান আগেই প্রকাশ পায়। তবে তৃতীয় গান ‘আদরের উপহার’ ছিল দর্শকদের কৌতূহলের কেন্দ্রে। সিনেমার মুক্তির পরও গানটির মূল ভার্সন না পাওয়ায় দর্শকদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতীক্ষা চলছিল। অবশেষে মুক্তির এক মাস পর গানটি প্রকাশিত হলো।

‘আদরের উপহার’ গানটির কথা ও সুর করেছেন রণজয় ভট্টাচার্য্য। তিনিই গানটিতে কণ্ঠ দিয়েছেন। সংগীত আয়োজন ও প্রোগ্রামিং করেছেন অর্ণব চৌধুরী। গিটারে ছিলেন জাকির উদ্দিন খান এবং তবলায় সঙ্গত করেছেন জয়দেব নন্দী। গানটির মিক্সিং ও মাস্টারিংয়েও দায়িত্ব পালন করেছেন অর্ণব চৌধুরী।

আবেগপ্রবণ এই গানটিতে স্নেহ, ভালোবাসা ও নিঃস্বার্থ অনুভূতির প্রকাশ ঘটেছে। গানের কথা ও সুরে মিলে তৈরি হয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া এক সংগীত অভিজ্ঞতা, যা দর্শক-শ্রোতাদের মনে গভীর রেখাপাত করছে।

গানটি ইউটিউবে প্রকাশের পরপরই ফেসবুক ও ইন্সটাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

একজন দর্শক মন্তব্য করেন, ‘ট্রেইলারে যে কটা সেকেন্ড শুনেছিলাম, তখনই অনুভব করেছিলাম, এই গানটা আলাদা। এবার পুরোটা শুনে চোখে জল চলে এলো।’ আরেকজন লিখেছেন, ‘শুধু একটা গান নয়, এটা একটা অনুভব, মনের গহীনে গিয়ে স্পর্শ করে।’

গানটির মন্তব্য ঘরে একজন শাকিবিয়ান মন্তব্য করে বলেন, ‘একটি গান যার অপেক্ষায় ছিলাম একজন শাকিবয়ান হয়েও, পুরো সিনেমা হল কেঁদেছে এই গানটি শুনে’। এছাড়াও অনেকেই গানের প্রশংসা সহ সঙ্গীত শিল্পীর প্রশংসাও করতে দেখা গেছে।

অনেক দর্শকের মতে, সিনেমার আবহে গানটি যখন বাজে, তখন চরিত্রগুলোর আবেগ আরও গভীরভাবে ফুটে ওঠে। গানটির শৈলী ও গায়কির ধরন ‘দাগি’ সিনেমার আবেগপ্রবণ চরিত্রচিত্রণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

‘দাগি’ সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে নির্মাণশৈলী, চিত্রনাট্য ও অভিনয়ের জন্য। ‘আদরের উপহার’ গানটি সেই প্রশংসার পালকেই নতুন মাত্রা যোগ করেছে।

Author