টাঙ্গাইল পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আদালত পাড়ায় ছাত্রলীগের সাবেক নেতা ও মাদকাসক্ত সন্ত্রাসী রাজীবের হামলায় দুই কিশোর গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাহিদুল ইসলাম মৃদু (১৫) ও তার ভাই মাশরাফি ইসলাম ইমন (২১) কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে বাড়ির সামনেই মাদকাসক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা রাজীব (৪০) তাদের গতিরোধ করে।
রাজীব প্রথমে তাদের নাম ও ঠিকানা জিজ্ঞাসা করে এবং পরে ‘নেশার টাকা’ দাবি করে। দুই ভাই টাকা না থাকায় অপারগতা প্রকাশ করলে রাজীব তাদের মারধর শুরু করে।
এ সময় রাজীব অভিযোগ করে, “হাঁটার সময় বাসার দিকে তাকালে কেন?”- এই অজুহাতে দুই ভাইকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।
রাজীবের বাবা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোনো কিছু না জেনেই ছেলের সঙ্গে মিলে দুই ভাইকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এক পর্যায়ে রাজীব কোমরে থাকা ছুরি বের করে মাহিদুলের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং রক্তক্ষরণ শুরু হয়। খবর পেয়ে তাদের মা ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও মারধর করে রাজীব। পরবর্তীতে এলাকাবাসীর হস্তক্ষেপে আহতদের উদ্ধার করা হয়।
এ ঘটনায় টাঙ্গাইল সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, রাজীব টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে রাজীবের বাবা আনোয়ার হোসেন বলেন, “এই বয়সে পোলাপান একটু-আধটু করে থাকে।”
তবে স্থানীয়দের অভিযোগ, রাজীব ও তার পরিবার দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকাবাসীর ওপর দমনমূলক আচরণ করে আসছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।