গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহাসিক বর্ণি উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি (রবি ও সোমবার) বেলা ১১ টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে “আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও সকল মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল”। এই মাহফিলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেম ও মুফাসসিরগণ ধারাবাহিক তাফসীর এবং ইসলামিক বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ।
মাহফিলে বর্ণি মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা বেলায়েত হোসাইন দা.বা. এর সভাপতিত্বে বিদেশী মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন, ভারতের দেওবন্দ থেকে আগত আল্লামা সাইয়্যিদ আযহার মাদানী হাফি., প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন, গওহারডাঙ্গা মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন দা. বা., সম্মানিত মেহমান হিসেবে আল্লামা মাহমুদুল হাসান (খুলনা হুজুর) ও আল্লামা জুনায়েদ আল হাবিব তাফসীর পেশ করবেন।

মাহফিলে নসিহত পেশ করবেন, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা শায়খ হাসান জামিল, আল্লামা আব্দুল বাসেত খাঁন, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা ইসমাইল ইব্রাহিম (ভবানীপুর), কোর্ট মসজিদ মাদ্রাসার মুফতি হাফিজুর রহমান, মাওলানা নাসির আহমাদ, মুফতি রাফি বিন মুনির।
বিশেষ অতিথি হিসেবে থাকছেন, গওহারডাঙ্গা মাদ্রাসার নায়েবে মুহতামিম ও সদর সাহেব হুজুর (রহ) পৌত্র মুফতি উসামা আমিন ও ধর্ম উপদেষ্টা হা. মাও. মোতাহার উদ্দিন।
বিশেষ আলোচক হিসেবে থাকছেন, মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম, মুফতি রেজাউল করিম আরবার, মুফতি রেজওয়ান রফিকী, মুফতি শুয়াইব ইব্রাহিম, গওহারডাঙ্গা মাদ্রাসার মুফতি মুরতাজা হাসান, মুফতি সৈয়দ মাকসুদুল হক, মুফতি সাঈদ আহমাদ (কলরব), মাওলানা গাজী আল মাহমুদ, মাও. মুহা. ইসমাইল বোখারী, মুফতি উমর ফারুক রহমানী।
গোপালগঞ্জ জাতীয় তাফসির মাহফিল বাস্তবায়ন কমিটি এর প্রধান সমন্বয়কারী মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ মাক্কী’র সৌজন্যে এই মাহফিলটি গোপালগঞ্জ জাতীয় তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। ইসলামপ্রেমী ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।