ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিডিক্রিকটাইম অর্জন করেছে মর্যাদাপূর্ণ ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডস ২০২৫। সাংবাদিকতা ক্যাটাগরিতে এই পুরস্কার গ্রহণ করেন প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মো. জাবেদ আলী।
রাজধানীর মালিবাগের একটি চার তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ এবং কিংবদন্তি অভিনেত্রী নূতন। অনুষ্ঠানের আয়োজন করে স্টার বাংলাদেশ মিডিয়া এবং সহযোগী ছিল দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো. জাবেদ আলী বলেন,
এই পুরস্কার শুধু আমার নয়, পুরো টিম ও আমাদের পাঠক-দর্শকদের। প্রতিদিনের নিবেদন ও কঠোর পরিশ্রমের যে স্বীকৃতি আজ পেলাম, তা আমাদের আরও অনুপ্রাণিত করবে।
ডিজিটাল যুগে ক্রিকেট সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে বিডিক্রিকটাইম। প্ল্যাটফর্মটির রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ১ কোটি ৮০ লাখেরও বেশি অনুসারী। দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীরা নির্ভর করে এই প্ল্যাটফর্মের ওপর রিয়েল-টাইম বল-বাই-বল স্কোর, ভিডিও সংবাদ ও বিশ্লেষণের জন্য।
এর আগে ২০১৯ সালে ডিজিটাল মিডিয়ায় অবদানের স্বীকৃতি হিসেবে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করে বিডিক্রিকটাইম। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-এ মো. জাবেদ আলী নির্বাচিত হন সেরা উদ্যোক্তা হিসেবে, যা তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত করে।
বিডিক্রিকটাইমের প্রতিটি অর্জনকে তিনি উৎসর্গ করেছেন তার সহকর্মী ও পাঠক-দর্শকদের প্রতি।
“আমাদের আজকের অগ্রযাত্রা সম্ভব হয়েছে টিমের নিরলস পরিশ্রম এবং পাঠক-দর্শকদের অকুণ্ঠ সমর্থনে। প্রতিটি পুরস্কারই আসলে তাদের প্রাপ্য,” যোগ করেন তিনি।
বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ার অগ্রদূত হিসেবে বিডিক্রিকটাইম এখন প্রতিষ্ঠিত হচ্ছে এক অনন্য ব্র্যান্ডে। আর এই সর্বশেষ অর্জন সেটির উজ্জ্বল প্রমাণ।